হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। বুধবার হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। বেশ কয়েকদিন ধরে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন দিলীপ-জায়া। এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। জানা গিয়েছে, তিন দিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার সকালে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হতেই আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় বর্ষীয়ান অভিনেত্রীকে।

আরও পড়ুন-মিশন ত্রিপুরা: সংগঠনকে জোরদার করতে আগরতলা পৌঁছলেন তৃণমূলের সুস্মিতা-ব্রাত্য

গত ৭ জুলাই প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সায়রা বানু। এই দম্পতির কোনও সন্তান নেই। বেশ অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দিলীপ কুমার। তাঁর এই দীর্ঘ অসুস্থতায় ছায়ার মতো ছিলেন সায়রা বানু। ৫৪ বছরের দাম্পত্য জীবনে ছন্দপতন হওয়ার পরই ভেঙে পড়েছেন অভিনেত্রী সায়রা বানু। সেখান থেকেই শুরু তাঁর শারীরিক অসুস্থতা। ১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। সম্পর্কে চড়াই উতরাই এসেছে ঠিকই- সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা বানু।
