পুরুলিয়াজুড়ে ১২টি নতুন রুট চালু করলেন মুখ্যমন্ত্রী, শুরু সরকারি পরিষেবা

১২টি নতুন রুটে সরকারি বাস পরিষেবা পেতে চলেছেন পুরুলিয়ার মানুষ। বুধবার পানাগড় থেকে মোট ৩৮টি বাস রুটের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে মানবাজারে নির্মিত আধুনিক বাস ডিপো থেকে বৃহস্পতিবার বাস চলাচল শুরু হয়। যে রুটগুলিতে এখন বাস পরিষেবা থাকবে- কলকাতা, দিঘা, কৃষ্ণনগর, আসানসসোল, বর্ধমান, তারাপীঠ, খড়্গপুর। আপাতত ১২টি রুটে এই পরিষেবা চালু থাকবে। এতে উপকৃত হবেন যাত্রীরা।

আরও পড়ুন-উপনির্বাচনের দিন ঘোষণা না হওয়ায় কমিশনের বিরুদ্ধে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা!

এ নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মুখোপাধ্যায় বলেন, ‌এই ডিপো তৈরি হওয়ায় প্রচুর মানুষ উপকৃত হবেন। আপাতত করোনা বিধি মেনে কেবলমাত্র ৫০ শতাংশ যাত্রী নিয়েই বাসগুলি চলবে।‌ মনে করা হচ্ছে, জঙ্গলমহল এলাকায় এই বাস সার্ভিসের ফলে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হল।

advt 19

 

Previous articleদলবদলে একের পর এক চমক এসসি ইস্টবেঙ্গলের
Next articleবিস্ফোরক অভিযোগ: সরকারি নিয়ম ভেঙেছেন স্বয়ং ইডি-র ডিরেক্টর! রিটুইট অভিষেকের