ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ২৭৭ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৮,১২৯.৯৫ (⬆️ ০.৪৮%)

🔹নিফটি ১৭,৩২৩.৬০(⬆️ ০.৫২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। উন্নতির ধারা অব্যাহত রেখে ৫৮ হাজারের গণ্ডি পারিয়ে নয়া রেকর্ড গড়েছিল সেনসেক্স। বুধে সামান্য ধাক্কা খাওয়ার পর শুক্রবার আরও ঊর্ধ্বমুখী হল বাজার। এদিন এক ধাক্কায় ২৭৭ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৮৯ পয়েন্ট।

আরও পড়ুন:প্রকাশ্যে উপনির্বাচনের বিরোধিতা করেও তলে তলে প্রার্থীর খোঁজ বিজেপির

শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় করোনা পরিস্থিতির মাঝে অতীতের ধাক্কা সামলে ২৭৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৭৭.৪১ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,১২৯.৯৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ৮৯.৪৫ পয়েন্ট বা ০.৫২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৩২৩.৬০।

advt 19

 

Previous articleপ্রকাশ্যে উপনির্বাচনের বিরোধিতা করেও তলে তলে প্রার্থীর খোঁজ বিজেপির
Next articleদেড় বছর ধরে বন্ধ থাকা স্কুল-কলেজ খুলছে ১২ সেপ্টেম্বর