বিদায় সিদ্ধার্থ! বিশেষ বন্ধু সিদ্ধার্থ শুক্লাকে শেষবারের মতো বিদায় জানাতে এসে প্রায় সংজ্ঞা হারিয়ে ফেললেন শেহনাজ গিল (Shehnaaz Gill)৷ সিদ্ধার্থকে এভাবে শেষ বিদায় জানাবেন, দুঃস্বপ্নেও ভাবেননি শেহনাজ।

গাড়ির ভিতরেই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। পরনে সাদা এবং লাল রঙের সালোয়ার। চুল এলোমেলো। মাস্ক পরা থাকলেও তাঁর মুখে শোকের ছাপ স্পষ্ট। গাড়ি থেকে নেমে পুলিশি নিরাপত্তা বেষ্টনী পার করে এগিয়ে গেলেন সিদ্ধার্থের (Sidharth Shukla) নিথর দেহের কাছে, কান্নায় ভেঙে পড়তে দেখা গেল শেহনাজকে। দিদিকে সামলাতে এদিনও তাঁর সঙ্গে ছিলেন শেহনাজের ভাই। শ্মশানে সিদ্ধার্থের শেষকৃত্য চলাকালীন মাটিতে লুটিয়ে পড়েন শেহনাজ।

আরও পড়ুন- প্রকাশ্যে উপনির্বাচনের বিরোধিতা করেও তলে তলে প্রার্থীর খোঁজ বিজেপির

অন্যদিকে ওশিওয়ারা শ্মশানে বন্ধু সিদ্ধার্থের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন ভোজপুরি অভিনেত্রী এবং ‘বিগ বস’ খ্যাত সম্ভবনা শেঠ (Sambhavna Seth)। তাঁর সঙ্গে ছিলেন স্বামী অবিনাশ দ্বিবেদী। শ্মশানের মধ্যেই শেষকৃত্য চলাকালীন আচমকাই মুম্বই পুলিশেরর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সম্ভবনা এবং তাঁর স্বামী। সেই বচসা হাতাহাতিতে পৌঁছয়। তবে ঠিক কী কারণে সেটা ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়।

