সিদ্ধার্থ শুক্লার ময়নাতদন্তের রিপোর্ট ও দেহ আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে

ময়নাতদন্ত শেষ হয়েছে ৷ কিন্তু সিদ্ধার্থ শুক্লার দেহ বৃহস্পতিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। আজ শুক্রবার প্রয়াত টেলি অভিনেতার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷

এদিকে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড৷ কেউই বিশ্বাস করতে পারছেন না , তার মতো একজন প্রতিভাবান অভিনেতা এত তাড়াতাড়ি ইহলোক ত্যাগ করলেন। কিভাবে সম্ভব হলো? কেন হলো? নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে গোটা দেশজুড়ে । বলি ও টেলি জগতের বহু অভিনেতা-অভিনেত্রী সিদ্ধার্থ শুক্লার মৃত্যুকে শোকপ্রকাশ করেছেন৷

আরও পড়ুন- আফগানিস্তানের কুর্সিতে বসতে পারেন হিবাতুল্লা আখুনজাদা, ঘোষণা শীঘ্রই

‘হাম্পি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে সিদ্ধার্থের সঙ্গে কাজ করেছিলেন বরুণ ধাওয়ান৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে অভিনেতার বাড়ি যান বরুণ৷
বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় সিদ্ধার্থ শুক্লার নিথর দেহ৷ প্রাথমিক তদন্তের পর চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে টেলি জগতের জনপ্রিয় অভিনেতার৷ এদিকে বিগ বস ১৩-র বিজেতার আচমকা মৃত্যুতে হতবাক বলিউড৷ অনেকেই অভিনেতার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না৷ সোশাল মিডিয়াতেও সিদ্ধার্থের মৃত্যু নিয়ে নানা চর্চা চলছে৷ তবে কি মৃত্যুর নেপথ্যে অন্য কারণ রয়েছে? সেটা জানতে সিদ্ধার্থ শুক্লার দেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠায় পুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে তদন্তকারীরা৷

যদিও পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অস্বাভাবিক কারণে অভিনেতার মৃত্যু হয়নি৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সিদ্ধার্থ৷ একই দাবি চিকিৎসকদের৷ তবে পুলিশ মৃত্যুর কারণ নিয়ে আরও নিশ্চিত হতে চাইছে৷

তদন্তকারীরা জানিয়েছেন, অভিনেতার শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি৷ এটা কোনও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়৷ তবে এমন হাই প্রোফাইল কেসে পুলিশ সব দিক খতিয়ে দেখতে চায়৷ সেই জন্য তদন্তকারীরা এখন ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায়৷ কুপার হাসপাতালে অনেক রাত পর্যন্ত ময়নাতদন্ত চলে৷ দু’জন পুলিশ অফিসারের উপস্থিতিতে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়৷

 

advt 19

 

Previous articleআজ অন্তর্বর্তী সরকার গঠন করবে তালিবান
Next articleঘূর্ণিঝড় ইডার প্রভাবে ভয়াবহ পরিস্থিতি নিউইয়র্ক, নিউজার্সিতে