প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের, ঢুকলেন গেট টপকে

কেন খোলা হচ্ছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)? তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। গেটে মই দাড় করিয়ে ক্যাম্পাসে ঢুকে গেলেন ছাত্র-ছাত্রীরা।

পড়ুয়াদের অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে গিয়েছে। কিন্তু এখনও বন্ধ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তাই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। মই নিয়ে ক্যাম্পাসের গেট টপকে ঢুকে পড়লেন পড়ুয়ারা।

আরও পড়ুন-তালিবানের ভোলবদল: ভারতকে চাপে ফেলে কাশ্মীরীদের সঙ্গে কথা বলতে চায় তারা

বিক্ষোভরত এক পড়ুয়া বলেন, “আমাদের ক্যাম্পাস জীবন হারিয়ে গিয়েছে, সেটাই আমরা ফিরিয়ে আনতে চাইছি। করোনাভাইরাসের দাপট কমে এসেছে প্রায়। আমাদের ভদ্রভাবে না ঢুকতে দিলে আমরা গেট টপকে ঢুকব।”

advt 19