তালিবান সরকার গঠনের পর সেই সরকারকে ভারত কি স্বীকৃতি দেবে? এখনও মেলেনি স্পষ্ট উত্তর। তালিবান সম্পর্কে ভারত সরকার কী মনোভাব পোষণ করছে, সে ব্যাপারে কোনও জবাবই দিতে পারেনি বিদেশমন্ত্রক।

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি শুধু বলেছেন, আমাদের একটাই অবস্থান, আফগানিস্তান যেন ভারত বিরোধী সন্ত্রাসের ভরকেন্দ্র হয়ে না ওঠে। সেই বার্তা দিতেই সম্প্রতি দোহায় তালিবান ও ভারত সরকারের মধ্যে বৈঠক হয়েছে।

আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউয়ের মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে সি.১.২ প্রজাতি
যে কোনও মুহূর্তে তালিবান আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করতে চলেছে। কিন্তু ভারত সরকার এখনও সম্পূর্ণ দোলাচলে, নতুন কাবুলের সঙ্গে দিল্লির সম্পর্ক কেমন হবে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের কাছে প্রশ্ন করা হয়, তালিবানকে ভারত সন্ত্রাসবাদী মনে করে কি না। এই প্রশ্নেরও সরাসরি উত্তর দিতে রাজি হয়নি বিদেশমন্ত্রক। তারা শুধু বলেছে, আমরা চাই না, আফগানিস্তান সন্ত্রাসের আঁতুরঘর তৈরি হোক।
