বিশ্বভারতী এলাকা থেকে বিক্ষোভ সরিয়ে নিতে হবে, নির্দেশ হাইকোর্টের

বিশ্বভারতী- মামলায় শুক্রবার একগুচ্ছ নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট ৷ আদালত জানিয়েছে, এই রায় শুক্রবার বেলা ৩ টে থেকেই কার্যকরী করতে হবে।

রায়ে বলা হয়েছে :

১) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে সমস্ত রকমের বিক্ষোভ সরিয়ে নিতে হবে।

২) ব্যানার এবং বিক্ষোভের অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে তা সরিয়ে নিতে হবে। এই কাজটি করবে শান্তিনিকেতন পুলিশ স্টেশন।

৩) বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটার এর এলাকার মধ্যে কোনও বিক্ষোভ করা যাবে না৷

৪) বিশ্বভারতীর ভেতরে ঢুকতে কোনও কর্মীকে বাধা দেওয়া যাবে না৷

৫) বিশ্বভারতী যাতে স্বাভাবিক পরিবেশ বজায় রেখে চলতে পারে, সেদিকে নজর রাখতে হবে প্রশাসনকে।

৬) বিশ্ববিদ্যালয় এলাকায় কোন রকম মাইকের ব্যবহার করা যাবে না।

৭) উপাচার্যের নিজস্ব নিরাপত্তা ছাড়াও শান্তিনিকেতন থানাকে তিনজন কনস্টেবল নিয়োগ করতে হবে শুক্রবার বেলা তিনটার মধ্যে।

৮) বিশ্বভারতী এলাকায় সমস্ত সিসিটিভি ক্যামেরাকে কার্যকরী করে তুলতে হবে।

৯) বিশ্বভারতী রেজিস্টার এবং শান্তিনিকেতন থানাকে কলকাতা হাইকোর্টে এই নির্দেশ কার্যকর করার পর রিপোর্ট জমা করতে হবে।

আরও পড়ুন:সুস্থ মহিলার স্বাস্থ্যসাথী কার্ড থেকে কাটা হল টাকা! কাঠগড়ায় ডানকুনির নার্সিংহোম