টোকিও প্যারালিম্পিক্সে (টোকিও প্যারালিম্পিক্স) হাসপাতাল হজরত রুপো জিতের প্রবীণ কুমার (প্রবীণ কুমার)। শুধু রুপো জয়ই নয়, ২.০৭ মিটার লাফিয়ে এশিয়ান আদালত ছেলেদের টি ৬৪ অফিস পদক জিতের প্রবীণ কুমার। এই পদক জয়ের ফলে টোকিও পয়্যালিম্পিক্সে ১১ তম পদক জিতল ভারত।

এদিনের ম্যাচ গ্রেট ব্রিটিশ জোনোথন ব্রুম এডওয়ার্ডের সাথে টাইম হয়ে যাবে ১৮ জরিপে যাবেন। ২.১০ মিটার লাফিয়ে সোনা জর্জান্থন। ব্রোঞ্জ পেয়েছে পোল্যান্ডের মেসিজ লেপিয়াটো।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস
