ভুয়ো মার্কশিট চক্র ফাঁস শিলিগুড়িতে, গ্রেফতার ১

মাত্র ৫ হাজার টাকাতেই মিলছে মার্কশিট। সেই মার্কশিট নিয়ে কলেজে ভর্তি হতে এসে ধরা পড়ল বিশাল জাল মার্কশিট তৈরির চক্র। শিলিগুড়ি থেকে গ্রেফতার হল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নকল লোগো, ভুয়ো মার্কশিট ও রেজিস্ট্রেশন তৈরির মূল চক্রী। অভিযুক্তের নাম অরূপ সরকার।

শিলিগুড়ির মহাকালপল্লিতে একটি সাইবার ক্যাফে চালাত ধৃত অরূপ সরকার। সেই সাইবার ক্যাফের আড়ালেই চলত ভুয়ো মার্কশিট তৈরির কাজকর্ম। ওই ব্যক্তির কম্পিউটার সেন্টারে তৈরি জাল সার্টিফিকেট নিয়ে শিলিগুড়ি কলেজে ভর্তি হতে আসে এক ছাত্রী। কলেজের ডেটা ব্যাঙ্কে তার সম্পর্কে কোনও তথ্য খুঁজে না পাওয়ায় অধ্যক্ষের কাছে সন্দেহ প্রকাশ করেন কলেজকর্মীরা। এরপরই একে একে রহস্যোদ্ঘাটন হতে থাকে। ছাত্রীর বাবাকে দিয়ে কায়দা করে ডাকানো হয় কম্পিউটার সেন্টারের মালিককে। খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তে নেমে পুলিশের চক্ষুচড়কগাছ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অরূপ সরকার দক্ষিণ দিনাজপুরের হিলি থানার বাংলাদেশ সীমান্ত এলাকার বাসিন্দা। শিলিগুড়ির মহাকালপল্লিতে বাড়িভাড়া নিয়ে খুলেছে কম্পিউটার সেন্টার। সেখানেই উত্তরবঙ্গ-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগো নকল করে জাল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অবৈধ কারবার চালাচ্ছিল। পুলিশের অনুমান, এই ব্যক্তি একা নয়, ওর সঙ্গে উত্তরবঙ্গ জুড়ে জাল সার্টিফিকেট তৈরির নেটওয়ার্ক কাজ করছে। পুলিশ কম্পিউটার সেন্টারটি বন্ধ করে তদন্ত শুরু করেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মী যুক্ত কিনা তাও তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন- মিশন ত্রিপুরা: সুস্মিতা দেবের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ৪ পঞ্চায়েত সদস্য advt 19

 

Previous articleরবিবার হাইভোল্টেজ ম‍্যাচে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্তিনা
Next articleদলবদলে একের পর এক চমক এসসি ইস্টবেঙ্গলের, সই করলেন নাওরেম, অঙ্কিত