কলকাতা পুরসভার লাইসেন্স ডিপার্টমেন্টে আগুন আগুন

কলকাতা পুরসভার লাইসেন্স ডিপার্টমেন্টে আগুন। পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রচুর নথিপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। প্রাথমিক তদন্তে অনুমান, ডিপার্টমেন্টের একটি সিলিং ফ্যানে শর্টসার্কিট হওয়ার ফলেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

জানা গিয়েছে শনিবার সকালে আগুন লাগার পর লাইসেন্স ডিপার্টমেন্টের কাছাকাছি থাকা কর্মীরা ওই বিভাগের জানলা, দরজা দিয়ে কালো ধোঁয়া বেরতে দেখেন। ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। ঘটনাস্থলে পৌঁছেই অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে আসেন ইলেকট্রিক বিভাগের কর্মীরাও। তাঁদের অনুমান, ফ্যান থেকে কোনও প্রকারে আগুন লাগে। তবে আগুনের জন্য পুরসভার কোনও আধিকারিক বা কর্মীর কোনও ক্ষতি হয়নি

advt 19

 

 

Previous articleবৃদ্ধি নয়, দেশের অর্থনীতি তলানিতে যাচ্ছে: GDP রিপোর্ট ফুৎকারে উড়িয়ে দাবি কৌশিক বসুর
Next articleফের নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে বৃষ্টিপাতে পূর্বাভাস