সোনার পদক জয়ী কৃষ্ণ নগরকে শুভেচ্ছা কোবিন্দ, মোদির

চলতি টোকিও প্যারালিম্পিক্সে (tokyo paralympics) সাফল্যের ধারা অব‍্যাহত ভারতের। একের পর এক পদক জয় ভারতীয় ক্রীড়াবিদের। প‍্যারালিম্পিক্সে রবিবার সকালে দ্বিতীয় পদক পেল ভারত। প‍্যারালিম্পিক্সে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনার পদক জিতলেন কৃষ্ণ নগর( Krishna Nagar)। পদক জয়ের পরেই কৃষ্ণ নগরকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ( president of india ram nath kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)।

এদিন রাষ্ট্রপতি শুভেচ্ছা জানিয়ে লেখেন,” ঐতিহাসিক জয় কৃষ্ণ নগরের। তুমি সাফল্যের চূড়ায় পৌঁছাও এই কামনা করি। তোমার জয় ভারতের গর্ব। অনেক শুভেচ্ছা রইল।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,” খুব ভালো লাগছে টোকিও প‍্যারালিম্পিক্সে ব‍্যাডমিন্টনের সাফল‍্য দেখে। অনেক অভিনন্দন কৃষ্ণ নগরকে সোনার পদক জয়ের জন‍্য। ”

আরও পড়ুন:ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনার পদক জয় কৃষ্ণ নগরের

 

Previous articleপরপর ‘না’, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী খুঁজতে গিয়ে বিপাকে বিজেপি
Next articleশিক্ষক দিবসে পার্শ্বশিক্ষক ইস্যুতে রাজ্য সরকারকে খোঁচা ধনকড়ের