ফের ধস কালিম্পঙে, আপাতত বন্ধ শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগ  

লাগাতার বৃষ্টির জেরে ফের ধস কালিম্পঙের (Kalimpong) রাস্তায়। সোমবার সকালে কালিম্পংয়ে যাওয়ার মূল রাস্তার ২৯ মাইল এলাকায় ধস (Land Slide) নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে, শিলিগুড়ি (Siliguri) থেকে কালিম্পং তো বটেই, সিকিমে (Sikkim) সরাসরি যোগাযোগ আপাতত বন্ধ।

 

প্রশাসনিক সূত্রে খবর, পূর্ত দফতর জরুরি ভিত্তিতে ধস সরানোর কাজ করছে। বিকেলের মধ্যেই রাস্তার একাংশ দিয়ে যান চলাচল শুরু হবে বলে আশা করছে প্রশাসন।

 

তিনদিন আগে কালিম্পংয়ে ধসে মাটি চাপা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। এদিনের ধসে কোনও প্রাণহানির খবর নেই। কিন্তু, যে হারে টানা বৃষ্টি চলছে তাতে আরও কয়েকটি ধসপ্রবণ এলাকা নিয়ে প্রশাসন দুশ্চিন্তায় রয়েছে।

advt 19

 

 

Previous article‘বাঘ ও বাঘছাল পরা বিড়ালের তফাৎ ফের প্রমাণিত’, হাজিরা এড়াতেই শুভেন্দুকে কটাক্ষ কুণালের
Next articleকলকাতা মেডিক্যাল কলেজে আগুন, দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে