চলন্ত ফারাক্কা এক্সপ্রেসে বৃদ্ধের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদহ রেল স্টেশনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হল মালদহ মেডিকেল কলেজ। মৃত যাত্রীর নাম ছবি লাল মন্ডল । বয়স ৬১ বছর। বাড়ি মালদহের রতুয়া থানার মহানন্দ টোলা গ্রাম পঞ্চায়েতের চাইটুটোলা এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী ফলবতী মন্ডল ও এক মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় দুই মাস আগে

ওই ব্যক্তি কাজের খোঁজে দিল্লি গেছিল । সেখান থেকে গত ৪ তারিখে ফারাক্কা এক্সপ্রেস চাপে বাড়ি আসার জন্য। সোমবার সকালে পরিবারের লোকেরা মালদা টাউন স্টেশনে ওই যাত্রীকে আনতে গেলে সেখানে দেখতে মৃতদেহ দেখতে পায়। এরপর রেল পুলিশ এর সাহায্যে মৃতদেহটি আনা হয় মালদহ মেডিকেলে। পরিবারের লোকের কাছ থেকে আরো জানা যায় অন্য যাত্রীর ফোনের মাধ্যমে জানতে পারে ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। তবে কী কারণে মৃত্যু হল পরিবারের লোকেরা বুঝে উঠতে পারছে না। অসুস্থতার কারণে মৃত্যু না এর পেছনে অন্য কারণ রয়েছে তদন্ত শুরু করেছে মালদা রেল পুলিশ।

advt 19

Previous articleজিজ্ঞাসাবাদ এড়াতে পারলেন না শুভেন্দু, করতে হবে তদন্তে সহযোগিতা: নির্দেশ হাইকোর্টের
Next articleআফগানিস্তান ইস্যুতে অমিত শাহ ও রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক মোদির