Thursday, August 21, 2025

গতবারের নিয়মেই এবার পুজো, কার্নিভালের সিদ্ধান্ত পরে: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এবারও কোভিডবিধি মেনেই হবে দুর্গাপুজো। জারি থাকবে গতবারের সব নিয়ম। মঙ্গলবার, বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তবে, রাতে পুজো দেখার বিষয় উপনির্বাচনের পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মমতা। নির্বাচনী বিধি মেনে কোনও ঘোষণা করেননি বা প্রতিশ্রুতি দেননি মুখ্যমন্ত্রী।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর গাইডলাইন (Guide Line) নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi), কলকাতা ও পুলিশ রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা, বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এবং পুজো উদ্যোক্তারা। সেখানে মুখ্যমন্ত্রী জানান, গতবারের বিধি মেনেই এবার পুজো হবে। সারা রাজ্যে ৩৬ হাজার ক্লাবের কোনও অসুবিধে হবে না। মুখ্যমন্ত্রী বলেন, ক্লাব চত্বরে স্যানিটাইজার করতে হবে। বিভিন্ন সংস্থা মাস্ক বিলি করতে পারেন। বড় ক্লাবগুলোকে ছোট ক্লাবের দায়িত্ব নেওয়ার কথাও বলেন মমতা।

আরও পড়ুন-দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদনপত্র পূরণে সাহায্য করলেন এসডিও

বিসর্জন সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, ১৫ থেকে ১৮ অক্টোবর বিসর্জন হবে। তবে, কার্নিভাল হবে কি না- তা কোভিড পরিস্থিতি নিয়ে দেখে বিবেচনা করা হবে।

মুখ্যমন্ত্রী জানান, আইআইটি খড়গপুর, ব্রিটিশ ইনস্টিটিউট-সহ তিনটি সংস্থার পক্ষ থেকে একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দুর্গা উৎসব ঘিরে ৩২,৩৭৭ কোটি টাকা খরচ হয়। মমতা বলেন, ধর্ম যার যার নিজের, উৎসব সবার।শান্তি-সভ্যতা-সংস্কৃতি মেনে দুর্গাপুজো করতে হবে। অশান্তি, প্ররোচনা যেন পুজোতে যেন বিঘ্ন ঘটাতে না পারে, এদিকে নজর রাখতে হবে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী।

advt 19

 

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...