ত্রিপুরায় সিপিএম-বিজেপি-কংগ্রেসে ভাঙন, তৃণমূলে যোগ ৯৫৭ জনের

ত্রিপুরায় ফের সিপিএম (CPM), বিজেপি (BJP), কংগ্রেসে (Congress) ভাঙন। বুধবার ২৫২ টি পরিবার থেকে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করেন ৯৫৭ জন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya), INTTUC র পশ্চিমবঙ্গ সভাপতি ও প্রাক্তন সাংসদ শ্রী ঋতব্রত বন্দোপাধ্যায় (Rirabrata Banerjee), প্রাক্তন সাংসদ ও তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব (Susmita Deb) এবং ত্রিপুরা রাজ্যের তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা শ্রী সুবল ভৌমিক, শ্রী প্রকাশ দাস সহ অন্যান্য নেতৃত্ব।

আরও পড়ুন- দিদির উপহারের ধুতি-পাঞ্জাবি পরেই ভবানীপুরের মানুষের বাড়ি বাড়ি ভোট চাইবেন মদন advt 19

 

Previous articleদিদির উপহারের ধুতি-পাঞ্জাবি পরেই ভবানীপুরের মানুষের বাড়ি বাড়ি ভোট চাইবেন মদন
Next articleভবানীপুর উপনির্বাচন: গণেশ চতুর্থীর পূর্ণলগ্নে মনোনয়ন মমতার, মুখ্য নির্বাচনী এজেন্ট বৈশ্বানর