Wednesday, August 27, 2025

নিজের ক্ষেত্রেও দলের নীতি মেনে “এক ব্যাক্তি এক পদ” চেয়েছিলেন মমতা

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার ক্ষমতা তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল।

২১৩টি আসনে জয় পায় ঘাসফুল শিবির। এবং সব কেন্দ্রেই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয়। আবার নিজের কেন্দ্র ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে ভোটে দাঁড়িছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ মে ফলাফল ঘোষণার দিন তৃণমূল জিতে গেছে জানা যায়। কিন্তু তারপরই কোনও এক অজানা কারণে নন্দীগ্রামে তৃণমূলকে পরাজিত ঘোষণা করা হয়। বিতর্কিত এই ফল নিয়ে আদালতে এখন মামলা চলছে। এই পরিস্থিতিতে নিজের পুরোনো কেন্দ্র ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী।

আজ, বুধবার চেতলায় ছিল তৃণমূলের কেন্দ্রীয় কর্মিসভা। হাজির ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এদিনই কার্যত ভোট প্রচারে নেমে পড়েন তিনি। বুধবার ভবানীপুরের কর্মিসভায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে (Subrata Bakshi) উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। চেতলার ভরা অহীন্দ্র মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “এখন যদি আমি বক্সিদাকে বলি বক্সিদা আমার সঙ্গে ঝগড়া করবেন। আমি ওদের বললাম আমাকে ছেড়ে দিন না, কী দরকার? আমি তো এতদিন করলাম, এবার আপনারা করুন, আমি আছি, আমিই সবটা করে দেব। বলল, না হবে না। সবার জন্য এক ব্যক্তি এক পদ আর আমার জন্য বলবে চেয়ারম্যানও থাকতে হবে, আবার মুখ্যমন্ত্রীও থাকতে হবে। আমি বললাম কেন? আমার সঙ্গে এই বিভেদ কেন? সে ওরা শুনবে না। জিজ্ঞেস করুন সামনে দাঁড়িয়েই বলছি। কিন্তু ওরা কিছুতেই শুনলো না।”

এদিন তৃণমূল নেত্রীর এমন মন্তব্যের পর রাজনৈতিক মহল মনে করছে, দলের শীর্ষনেতাদের প্রবল অনুরোধেই তিনি “এক ব্যক্তি এক পথ” ফর্মুলা তাঁর জন্য কার্যকর হয়নি। যদিও তিনি সেটাই চেয়েছিলেন।

আরও পড়ুন- অগ্নিগর্ভ ত্রিপুরা: CPIM কার্যালয়ে হামলা, আক্রান্ত মিডিয়া, পাশে দাঁড়িয়ে BJP -র তীব্র নিন্দা TMC নেতৃত্বের

advt 19

 

spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...