সাত দেশের পর্যটকদের জন্য দমদম বিমানবন্দরে বিশেষ সতর্কতা ! কেন জানেন?

করোনার তৃতীয় ঢেউ রুখতে তৎপর রাজ্য। বিভিন্ন দেশে করোনাভাইরাসের নানা প্রজাতির সন্ধান মিলছে। তার মধ্যে কয়েকটি উদ্বেগজনক, আবার কয়েকটি প্রজাতি পরীক্ষা করে দেখার মত। রাজ্যেও মিলেছে বিভিন্ন প্রজাতির সন্ধান। করোনার নতুন রূপ ‘মিউ’য়ের ও দেখা মিলেছে। এই পরিস্থিতিতে সতর্কতা জারি করল স্বাস্থ্য দফতর।

চিন, বাংলাদেশ-সহ সাতটি দেশের পর্যটকদের ভারতে আসার ব্যাপারে কলকাতা বিমানবন্দরকে সাবধানতা অবলম্বন করার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দফতর।
এই নির্দেশে জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবয়ে ও বতসোয়ানার থেকে আসা যাত্রীদের  বিষয়ে বিশেষ সতর্কতা নিতে হবে। এই দেশগুলি থেকে আসা যাত্রীদের করতে হবে করোনা পরীক্ষা।
এই সব দেশ থেকে আসা যাত্রীদের প্রত্যেককে আরটিপিসি আর টেস্ট করতে হবে বিমানবন্দরে। তারপর তাঁরা রাজ্যে প্রবেশ করতে পারবেন। যাত্রীরা এই পরীক্ষা বিনামূল্যে করতে চাইলে তাদের পাঠানো হবে CNCI অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে।

 

advt 19

 

Previous articleমমতার বিরুদ্ধে লড়তে গেরুয়া শিবিরের প্রার্থী প্রিয়াঙ্কা!
Next articleব্রেকফাস্ট স্পোর্টস