ভবানীপুরে ফিরবে না জামানত, তাই ভোট ঠেকাতে হাত মিলিয়ে কোর্টে গেরুয়া-লাল শিবির

ভবানীপুরের উপনির্বাচনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত নিশ্চিত৷ তাই ওই নির্বাচন ঠেকাতে এবার হাত মিলিয়েছে বিজেপি এবং সিপিএম৷ নির্বাচন কমিশন ভবানীপুর-সহ তিন কেন্দ্রে ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছে৷ কিন্তু এখনও এই দুই দল মরিয়া হয়ে ভবানীপুরের নির্বাচন আটকাতে মরিয়া হয়ে নেমেছে৷ তাদের প্রার্থীদের জামানত যে বাজেয়াপ্ত হবে, তা ওই দুই দলই জানে৷ নির্বাচন কমিশনে বিজেপির আপত্তি ধোপে টেঁকেনি৷ গেরুয়া শিবির বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রার্থী খুঁজে না পেলেও, সিপিএম তাদের জোটসঙ্গী কংগ্রেসকে তোয়াক্কা না করে এবং জোট ভেঙ্গে ঘোষণা করে দিয়েছে লাল-প্রার্থীর নাম৷ ওদিকে ভবানীপুরে লজ্জাজনক হার ঠেকাতে গেরুয়া এবং লাল শিবির তাদের শেষ ভরসা হাইকোর্টেও পা রেখেছে৷ আর কোনও অভিযোগ তুলতে ব্যর্থ হয়ে দুর্বলতম অভিযোগ এনে হাইকোর্টে মামলা রুজু হয়েছে৷ এই দুই দল বলেছে, কেন রাজ্যের মুখ্যসচিব একটিমাত্র কেন্দ্রের জন্য ভোট চাইলেন।মুখ্যসচিবের এই চিঠি সংবিধান বিরোধী। ওই চিঠি বাতিলের আর্জি জানিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে৷ এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সোমবার ৷ দুই আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী চট্টোপাধ্যায় এই মামলা করেছেন৷

আরও পড়ুন:পর্ণশ্রী জোড়া খুন কাণ্ড: জড়িত একাধিক হত্যাকারী?

 

Previous articleপর্ণশ্রী জোড়া খুন কাণ্ড: জড়িত একাধিক হত্যাকারী?
Next articleদুপক্ষই অনড় , হাইকোর্টের নির্দেশে পরেও এখনো স্বাভাবিক হলো না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়