ফের ভারতীয় দলে করোনার থাবা, আক্রান্ত দলের এক সাপোর্ট স্টাফ

ফের ভারতীয় দলে করোনার ( corona) থাবা। টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর( Ravi shastri), ভরত অরুণ( Bharat Arun), আর শ্রীধরের (R sreedhar) পর এবার করোনায় আক্রান্ত দলের এক সাপোর্ট স্টাফ। যদিও সেই সাপোর্ট স্টাফের নাম প্রকাশ করা হয়নি। যার ফলে পঞ্চম টেস্ট শুরুর আগের দিন বৃহস্পতিবার ভারতের অনুশীলন বাতিল করে দেওয়া হল। এই ঘটনা ভারতীয় শিবিরে চিন্তা বাড়িয়ে দিয়েছে। এমনকী সংশয় তৈরি হয়েছে ম্যাঞ্চেস্টারে শুক্রবার থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্ট নিয়েও। সূত্রের খবর পঞ্চম টেস্ট খেলতে রাজি নয় ভারতীয় দল। কারণ আক্রান্ত ওই সাপোর্ট স্টাফের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন ক্রিকেটাররা। সেই কারণে মাঠে নামতে চাইছেন না তাঁরা।

এদিন বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার করোনা টেস্টে পজিটিভ এসেছে ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফের। ”

জানা গিয়েছে, রবি শাস্ত্রীদের করোনায় আক্রান্ত হওয়ার পর দলের বাকি সদস্যদের আরটি-পিসিআর টেস্ট করা হয়, যেখানে অন্যান্যদের মতই নেগেটিভ আসে এই সাপোর্ট স্টাফের। কিন্তু বৃহস্পতিবার পরীক্ষায় সেই ব‍্যাক্তির করোনার রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সের পদক জয়ীদের নিজের হাতে রান্না করে খাওয়ালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

 

Previous articleদুপক্ষই অনড় , হাইকোর্টের নির্দেশে পরেও এখনো স্বাভাবিক হলো না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
Next articleসেরার তালিকায় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সর্বোচ্চ স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়