টোকিও অলিম্পিক্সের পদক জয়ীদের নিজের হাতে রান্না করে খাওয়ালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

টোকিও অলিম্পিক্সের( Tokyo Olympics) পদক জয়ীদের নিজের হাতে রান্না করে খাওয়ালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh)। গত বুধবার সন্ধ্যায় নীরজ চোপড়াসহ পাঞ্জাবের ২৫-৩০ জন অলিম্পিয়ান এই নৈশভোজে উপস্থিত ছিলেন।

নিজের বাগানবাড়িতে অমরিন্দর তাঁর রাজ্যের পদক জয়ীদের আমন্ত্রণ জানিয়েছেন।  সেখানেই রান্নার দায়িত্ব ছিলেন তিনি স্বয়ং নিজেই। নৈশভোজের মেনুতে ছিল পাতিয়ালা খাবার থেকে শুরু করে পোলাও, ল্যাম্ব, মুরগি, আলু ও জর্দা ভাত। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পাঞ্জাব অলিম্পিক পদক বিজয়ীদের প্রতি তার প্রতিশ্রুতি পালন করার জন্য এই সুস্বাদু খাবারগুলি নিজেই প্রস্তুত করেন। টুইটে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা রবীন ঠাকরাল।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা বাংলাদেশের

 

Previous articleফের ত্রিপুরায় CPIM-এর মিছিলে হামলা, বিজেপির বিরুদ্ধে ভিডিও প্রকাশ বামেদের
Next articleপর্ণশ্রী জোড়া খুন কাণ্ড: জড়িত একাধিক হত্যাকারী?