পুজোর আগেই ১৫০ রাস্তা সংস্কার, ৩০ পার্ক সাজিয়ে তোলার সিদ্ধান্ত হাওড়া পুরসভার

বড় সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা৷ দুর্গাপূজার আগেই ছোট- বড় প্রায় ১৫০ রাস্তার সংস্কার করবে পুরসভা। পাশাপাশি ৩০টি পার্ককেও সাজিয়ে তোলা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা একথা জানিয়েছেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। একইসঙ্গে হাওড়ায় জমা জল সরানোর জন্যে পুরসভা, সেচ দফতর ও কেএমডিএ-এর সঙ্গে যৌথভাবে সমস্যার সমাধানের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। হাওড়ার নিকাশি পাম্পগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে কেএমডিএ। সেগুলিকে জল নামানোর কাজে যথাযথভাবে লাগানোর জন্য আলোচনাও হয়েছে৷ হাওড়ার নিকাশি নালাগুলি দিয়ে বয়ে আসা জলবহন করে একাধিক সেচ খাল। সেগুলির জলবহন ক্ষমতা কম থাকায় অনেক ক্ষেত্রেই পুর এলাকার জল বেরিয়ে যেতে অনেক সময় লাগে। সেচখালগুলির জলবহন ক্ষমতাও খতিয়ে দেখেন সেচ দফতরের আধিকারিকরা।

advt 19

 

Previous articleমাঞ্জা সুতোর দুর্ঘটনা এড়াতে মা উড়ালপুলে শুরু ফেন্সিং-এর কাজ, ৬ ঘণ্টা বন্ধ যানচলাচল
Next articleপুরীর মন্দিরে পুজো, জন্মদিনের আগে সমুদ্রে পা ভেজাচ্ছে ইউভান