ফের নিম্নচাপের ভ্রুকুটি,সপ্তাহান্তে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যার জেরে আগামী রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। যদিও বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে সেখানে তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:ব্যর্থ দিল্লি সফর: দিনভর অপেক্ষা করিয়েও শুভেন্দুকে সাক্ষাতের সময় দিলেন না শাহ

বৃহস্পতিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে শনিবার থেকেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ পরবর্তী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। যা বাংলা এবং ওড়িশা উপকূলের দিকে এগোবে।গত মঙ্গলবার নিম্নচাপের পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা থাকার জেরে কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকাগুলিতে দফায় দফায় বৃষ্টি হয়। তবে গতকাল থেকে আবহাওয়া স্বাভাবিক ছিল। যদিও সপ্তাহান্তে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওয়া, হুগলি, নদীয়া ছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে  রবিবার রাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।

advt 19

Previous articleনাটকীয়ভাবে কোর্টে আগাম হাজির কুণাল, ইডি মামলায় পেলেন জামিন
Next articleটি-২০ বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা বাংলাদেশের