Monday, August 25, 2025

সাতসকালেই চেতলায় ডোর টু ডোর প্রচারে ফিরহাদ হাকিম। উৎসাহ-উদ্দীপনা বুঝিয়ে দিল ভবানীপুর ঘরের মেয়েকেই চায়। ভবানীপুরে মীরজাফরদের জায়গা নেই। বললেন ফিরহাদ হাকিম।দলনেত্রী মনোনয়ন জমা দিয়েছেন ২৪ ঘন্টাও হয়নি । তার আগেই তাঁর অন্যতম সেনাপতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম “ডোর টু ডোর” প্রচারে নেমে পড়লেন। শনিবার সাতসকালেই চেতলার ৮২ ও ৭৪ নং ওয়ার্ডে মানুষের দরজায় দরজায় ঘুরে ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে পার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৩০শে সেপ্টেম্বর জোড়া ফুলে ছাপ দিতে বললেন।

চেতলা ফিরহাদ হাকিমের নিজের এলাকা। সেখানে তিনি সবার কাছে “ববি দা”। মানুষের সুখ দুঃখের সবসময়ের সাথী। আর এবার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ফিরহাদ হাকিম নিজে মানুষের দরজায় গিয়ে দেখলেন তাদের উৎসাহ ঊদ্দীপনা কোন পর্যায়ে রয়েছে। সাধারণ মানুষ কার্যত উৎসবের মেজাজে রয়েছেন। আবার তারা তাদের ঘরের মেয়েকেই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে। ফিরহাদ হাকিমের সঙ্গেই গলা মিলিয়ে বাড়ির মেয়ে বৌরা বলে উঠলেন, ৩০ তারিখ “খেলা হবে”।

ভবানীপুর ঘরের মেয়েকেই চায় এই স্লোগান আগেই হিট। এদিন ফিরহাদ হাকিম তার সঙ্গে যোগ করেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঘরের দুর্গা যিনি সারা বাংলা জুড়ে বিজেপি নামের অশুভ শক্তিকে বধ করেছেন। বাংলাকে সুরক্ষিত রেখেছেন। সেই দুর্গাকেই ভবানীপুরের মানুষ জিতিয়ে আনবেন”।

মানুষের দরজায় গিয়ে মা-বোনেদের জোড় হাত করে বলেছেন, আপনাদের ঘরের মেয়েকেই ভোটটা দেবেন।চকিতে মা-বোনেরা উত্তর দিয়েছেন, এই অঞ্চলের সব ভোটই ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আামাদের দিদির। শুনে হাসি মুখে ফিরহাদ হাকিম পা বাড়িয়েছেন অন্য দরজায়। সব জায়গাতেই উত্তর এক, ” ঘরের মেয়ে ভবানীপুরে সব ভোট জোড়া ফুলে”।

এদিন প্রচারে লিফলেটও বিলি করা হয়। সেখানে সরকারের উন্নয়ের খতিয়ান সহ রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার, স্বাস্থসাথী সহ একাধিক জনমুখী প্রকল্পগুলির উল্লেখ রয়েছে। এখানে বিজেপির প্রার্থী এবং তারকা প্রচারক নিয়ে প্রশ্ন করলে ফিরহাদ হাকিমের সপাট জবাব, “ভবানীপুর মীরজাফরদের মাটি নয়। এই মাটিতে মীরজাফরদের ঠাঁই নেই। আর কে এখানে উল্টোদিকে থাকলো তাতে কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় ২১৩ টা জায়গায় জিতে আছেন। সব বিধায়কই তো তাঁর নামেই জিতেছে৷ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাজ্য চালানোর ভার দিয়েছেন। ফলে বাংলা দিদির সঙ্গেই আছে। আর ভবানীপুরও ঘরের মেয়ের সঙ্গেই থাকবে”।

 

 

Related articles

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...
Exit mobile version