Saturday, May 17, 2025

ভবানীপুরে মুখ্যমন্ত্রীর রেকর্ড মার্জিনের প্রার্থনায় নন্দীগ্রামে মন্দির-মসজিদে প্রার্থনা

Date:

Share post:

মানুষের অনুরোধ, আবদার, আবেগকে সম্মান দিয়ে একুশের বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্র ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোট প্রচারে নেমেই তিনি বলেছিলেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর তাঁর কাছে দুই বোন। ২ মে ফলাফল ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন নন্দীগ্রাম কেন্দ্রে। তখন তৃণমূল সমর্থকরা ছিলেন উৎসবের মেজাজে, কিন্তু হঠাৎ কোনও এক অজানা কারণে নন্দীগ্রামে অল্পের জন্য জয় হাতছাড়া হয় হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে রাজ্য রাজনীতি এখনও উত্তাল। নন্দীগ্রামের মানুষও এই ফলাফল মেনে নিতে পারছেন না। শেষপর্যন্ত নন্দীগ্রামে বিতর্কিত ফলাফল আদালত পর্যন্ত গড়িয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও অভিযোগ করেছেন, নন্দীগ্রামের ভোটে তিনি ষড়যন্ত্রের শিকার।

এবার মুখ্যমন্ত্রী তাঁর পুরনো কেন্দ্র ভবানীপুর উপনির্বাচনের প্রার্থী। সেখানে ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ। এদিকে, এখনও হতাশ নন্দীগ্রামে তৃণমূলের নেতা, কর্মীরা৷ তাই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড জয় চাইছেন তাঁরা৷ রাজ্যজুড়ে গোটা তৃণমূল পরিবার নন্দীগ্রামে চক্রান্তের জবাব দিতে এবার ভবানীপুরে সুদে আসলে তা উসুল করতে বদ্ধপরিকর। দলনেত্রীর হিয়ে জবাব দিতে তৈরি নন্দীগ্রামও। উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর সাফল্য কামনায় এবার নন্দীগ্রামে বিশেষ পুজো দিলেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা৷ বিশেষ প্রার্থনা হল নন্দীগ্রামের মসজিদেও৷

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী যাতে ভবানীপুর থেকে রেকর্ড মার্জিনে জয়ী হন সেই প্রার্থনা করেই রেয়াপাড়ার শিব মন্দিরে দল বেঁধে পুজো দেন তৃণমূলকর্মীরা৷ গণেশ চতুর্থীর পূর্ণলগ্নে সিদ্ধিদাতার কাছে প্রিয় মুখ্যমন্ত্রীর সাফল্য কামনা করা হয়৷ ফুল, মিষ্টি হাতে নিয়ে এবং মুখ্যমন্ত্রীর সমর্থনে লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে মন্দিরে হাজির হন তৃণমূল কর্মীরা৷ হোম, যজ্ঞ করা হয়। প্রার্থনা বিভিন্ন মসজিদেও।

আরও পড়ুন:বাংলো রাজনীতি: পুলিশ খালি করল মুকুলের বাড়ি, যোগেনকে মোটা জরিমানা, ছাড় পেলেন দীনেশ

 

spot_img

Related articles

বাগবাজারে নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার জ্বলন্ত দেহ! 

শনির সকালে বাগবাজারে (Bagbazar) একটি নির্মীয়মান বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির জ্বলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন,...

প্রথম না হয়েও দোহা ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রোতে নজির নীরজের

তিনি রেকর্ড গড়েন, আবার নিজের রেকর্ড নিজেই ভাঙেন। ভারতের 'সোনার ছেলে' দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League 2025)...

ছত্রপতি শিবাজী বিমানবন্দরে হামলার হুমকি! মুম্বইয়ে জারি সর্তকতা

বাণিজ্য নগরীতে নাশকতার ছক! শনিবার সকালে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport Mumbai) বোমা...

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর...