চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার অন্তর্গত চাকুনদিতে একটি ব্যাটারি কারখানায় আগুন। এখনও পর্যন্ত মোট চারটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

দমকলের কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছেন আগুন আয়ত্তে আনার। ঘটনাস্থলে রয়েছেন ডানকুনি থানার পুলিশ আধিকারিকরা ও চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। কীভাবে আগুন লাগেলো তা ঠিকমত বলতে পারেননি দমকল ও পুলিশ আধিকারিকেরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল আটটা নাগাদ এই কারখানায় আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আরও দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করবার জন্য আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
