Sunday, August 24, 2025

ফের শিরোনামে যোগীরাজ্য, জাতীয় স্তরের খেলোয়ারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন

Date:

এর আগেও একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে যোগী রাজ্যের নৃশংসতার ছবি। একবার ফের পৈশাচিক ধর্ষণের পর খুনের ঘটনার সাক্ষী হয়ে রইল উত্তরপ্রদেশের বিজনোর।চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ধর্ষণ ও খুন করার অভিযোগ ওঠে দলিত এক মহিলা খেলোয়ারকে। পরিবারের অভিযোগ স্থানীয় থানায় FIR করতে গেলেও পুলিশ তাঁদের অভিযোগ নিতে অস্বীকার করে। এরপর রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার। যদিও অভিযুক্তের এখনও খোঁজ মেলেনি।

আরও পড়ুন:আরএসএসের গোপন রিপোর্টেই গুজরাতে ভোটে হারার স্পষ্ট ইঙ্গিত, তাই রূপানি বিদায়

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির কাছেই একটি স্কুলে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন দলিত সম্প্রদায়ের ওই মহিলা খেলোয়ার। কিন্তু বাড়ি থেকে বেরনোর পর বহুক্ষণ কেটে গেলেও বাড়ি ফেরেননি তিনি। স্বভাবতই পরিবার ও প্রতিবেশীরা ওই মহিলার খোঁজাখুঁজি শুরু করেন। তখনই বাড়ি থেকে ১০০ মিটার দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রতিবেশীরা জানান, তাঁর দেহ রক্তে ভেসে যাচ্ছিল। এমনকি পোশাক ছিল অবিন্যস্ত এবং দাঁতও ছিল ভাঙা।গলায় স্পষ্ট ফাঁসের দাগ ছিল। পরিবারের অভিযোগ ধর্ষণের পর খুন করা হয়েছে তাঁকে। মৃতার বোন জানান, সকালে দিদি বেড়িয়েছিল। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করতে দুপুর ৩টে নাগাদ রেল লাইনের ধারে একটি মেয়ের দেহ পড়ে থাকতে দেখে তাঁকে চিহ্নিত করেন তাঁরা।

পরিবারের অভিযোগ মর্মান্তিক এই ঘটনার অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলে তারা অভিযোগ নিতে অস্বীকার করে। এপর রেল পুলিশের সহায়তায় তারা সেখানে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version