ফুটবলের ময়দান ছেড়ে এবার রাজনীতির ময়দানে  অ্যালভিটো ডিকুনহো৷

  1. ফুটবলের ময়দান ছেড়ে এবার রাজনীতির ময়দানে নামলেন অ্যালভিটো ডিকুনহো৷
    সোমবার গোয়া কংগ্রেসের দপ্তরে হয়ে অ্যালভির নতুন ময়দানে কিক অফ৷
    ভারতীয় ফুটবল ময়দানে অন্যতম উজ্জ্বল নাম অ্যালভিটো ডিকুনহো৷ বিশেষ করে কলকাতা ময়দানে অ্যালভিটো ডিকুনহার সাফল্য আকাশছোঁয়া৷ ইস্টবেঙ্গলের ঘরের ছেলেও বলা হয় তাঁকে৷
    সেই অ্যালভিটোই এবার যোগ দিলেন কংগ্রেসে৷ গোয়া কংগ্রেসের দপ্তরে তাঁর হাতে তুলে দেওয়া হল দলের পতাকা৷ সেইসঙ্গে অ্যালভির হাতে উঠল সেই ৯ নম্বর জার্সি৷
    শুধু ক্লাব নয়, দেশের জার্সিতেও খেলেছেন ২০টি ম্যাচ৷ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ভারতীয় জার্সিতে খেলেছেন তিনি৷ ইস্টবেঙ্গলের হয়েছে খেলেছেন টানা ১৪ বছর৷ ২০১৬ সালে ফুটবল থেকে অবসর নেন অ্যালভিটো ডি কুনহা৷

তবে খেলা ছাড়লেও, ফুটবল থেকে সরা থাকেননি তিনি৷ ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠনের দায়িত্ব বহুবার উঠেছে তাঁর কাঁধে৷ তাঁর হাত ধরেই এসেছে বহু বিদেশি ফুটবলারও৷ সেই অ্যালভিটোই এবার ফিরে যাচ্ছেন গোয়াতে৷
কারণ একটাই গোয়ার ফুটবলকে উন্নত করা৷ তাঁর অভিযোগ গোয়ায় বিজেপি সরকার থাকলেও, সেখানে ফুটবলের মানের উন্নতি হয়নি৷ কংগ্রেসের হয়ে সেই কাজেই এখন মন দিতে চান অ্যালভিটো ডিকুনহা৷ সোমবার থেকেই যে কাজ শুরু করে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা৷

 

advt 19

 

Previous article“মোর নাম এই বলেই খ্যাত হোক…”! জনসংযোগে পায়ে হেঁটে মানুষের দুয়ারে মমতা
Next articleবিধানসভার অসম্মানের অভিযোগ: CBI-ED-র ২ আধিকারিককে তলব অধ্যক্ষের