কোয়াড গোষ্ঠীভুক্ত রাষ্ট্রনেতাদের বৈঠকে থাকছেন মোদি

আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কোয়াড গোষ্ঠীভুক্ত রাষ্ট্রনেতাদের নিয়ে বৈঠক করবেন জো বাইডেন। বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

আগামী ২৪ সেপ্টেম্বর এই  সন্মেলনটি রয়েছে। সেখানে মোদির পাশাপাশি আমন্ত্রিত জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। এছাড়াও সন্মেলনের সঙ্গে ২৫ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের ৭৬ তম অধিবেশন। সেখানেও ভাষণ দেবেন মোদি।
আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে কোয়াড (QUAD) রাষ্ট্রপ্রধানদের  এই  বৈঠক আয়োজিত হবে। মঙ্গলবারই বিবৃতি দিয়ে তা নিশ্চিত করেছে আমেরিকা  (USA)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) যে এই বৈঠকে হাজির থাকছেন তাও সরকারিভাবে জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক।

জানানো হয়েছে, কোয়াড নেতারা কোভিড পরিস্থিতির মোকাবিলা, পরিবেশ ও উষ্ণায়নের সমস্যা, পরিবেশ রক্ষা, ভবিষ্যতের স্বার্থে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত রাখা সাইবার ও নিরাপত্তা  কৌশল নির্ণয়ের মতো বিষয় নিয়ে আলোচনা  করবেন ওই বৈঠকে।

 

advt 19

 

Previous articleWest Bengal By-Poll : তিন কেন্দ্রের ভোটে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
Next articleশিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করতে উদ্যোগী হাসিনা সরকার