Thursday, August 28, 2025

ফের করোনা সংক্রমণে চিন। এবার সাড়ে চার মিলিয়ন জনবসতিপূর্ণ একটি শহর সিয়ামেনে লকডাউন জারি করল শি জিনপিংয়ের প্রশাসন। জানা গিয়েছে, চিনের দক্ষিণে ফুজিয়ানের শহর সিয়ামেনে ১২ জনেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আরও একবার দেশে ডেল্টার থাবা বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এই সংক্রমণ রুখতেই সংশ্লিষ্ট শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন- ভয়াবহ ভুমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

এদিকে ফুজিয়ানের সিয়ামেন শহরের সমস্ত বাসিন্দাদের বাড়ি থেকে বার হতে নিষেধ করা হয়েছে। সংশ্লিষ্ট শহরে বার, জিম, সিনেমা, লাইব্রেরিও বন্ধ। প্রসঙ্গত, এখনও পর্যন্ত দ্বিতীয় ঢেউয়ে ফুজিয়ান প্রদেশে ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা গিয়েছে, মঙ্গলবার থেকে সিয়ামেনের সমস্থ কিন্ডারগার্ডেন, প্রাইমারি, মিডিল স্কুল বন্ধ থাকবে। শুধুমাত্র অনলাইনেই ক্লাস করতে পারবে পড়ুয়ারা। অন্যান্য প্রদেশের সঙ্গে এই শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যাতে কোনওভাবেই করোনা সংক্রমণ না ছড়ায় সেজন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
চিনের শহর পুতিয়ানের করোনা পরিস্থিতি অত্যন্ত গম্ভীর এবং জটিল। এই শহরে অফলাইন ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শহরের জনসংখ্যা ৩.২ মিলিয়ন। ১০ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে ফুজিয়ানে ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে পুতিয়ানের বান্দিরা ৩৫ জন।

 

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version