Thursday, November 13, 2025

রেহাই নেই বৃষ্টির থেকে , সক্রিয় হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত , সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস

Date:

রেহাই নেই বৃষ্টি (rainy season) থেকে। মঙ্গলবার রাতভর বৃষ্টি হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের (heavy rainfall in Kolkata and South Bengal)  জুড়ে । বৃষ্টি হবে আজ অর্থাৎ বুধবারও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) এমনটাই জানিয়েছে । আজও দিনভর ভাসবে কলকাতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের বৃষ্টি আজ দিনভর চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা , হুগলি মুর্শিদাবাদ, বর্ধমানে। যদিও আশার কথা একটাই যে এই নিম্নচাপ ইতিমধ্যেই ওড়িশার ভিতরে ঢুকে পড়ায় আপাতত বড় দুর্যোগ থেকে রেহাই পেয়েছে বাংলা। তবে নিম্নচাপের জেরে কলকাতায় চলবে টানা বৃষ্টি। জানা গিয়েছে নিম্নচাপটি ক্রমশ সরতে সরতে এখন ছত্তীসগঢ়ের উপর রয়েছে। সূত্রের খবর, আপাতত নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। যার দরুণ আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি ধীরে গতিতে একটু একটু করে শক্তি হারাবে। ফলে বৃষ্টিপাতের পরিমাণও কমবে বলে মনে করা হচ্ছে।

 

তবে অত্যন্ত চিন্তার বিষয় , এই নিম্নচাপের পিছনেই আরও একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। সেটিও নিম্নচাপে ঘনীভূত হবে,। এমনই সম্ভাবনা দেখছেন আবহবিদরা। সম্ভবত শুক্রবার গভীর রাতের দিকে সেই ঘূর্ণাবর্তটি সক্রিয় হবে। ফলে শুক্রবার গভীর রাত থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের ঘোর দুর্যোগ চলবে যার দরুণ শনিবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে রবিবারও।

 

Related articles

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...
Exit mobile version