Thursday, May 15, 2025

বিধিভঙ্গের অভিযোগ: টিব্রেওয়ালকে চিঠি কমিশনের, প্রচার বন্ধে আর্জি RO-র

Date:

Share post:

ধুনুচি নেচে মনোনয়ন জমা। অবৈধ ভাবে জমায়েত। কোভিড বিধিভঙ্গের অভিযোগে ভবানীপুরের বিজেপি (Bjp) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে (Priyanka Tibrewal) চিঠি দিল নির্বাচন কমিশন৷ অভিযোগ, বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন কমিশনের গাইডলাইন (Guide Line) না মেনে জমায়েত করেন কর্মী-সমর্থকরা৷ বিষয়টি নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করে তৃণমূল৷ পুলিশের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়।

সোমবার আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে কম করে পাঁচশো বিজেপির কর্মী-সমর্থকেরা জড়ো হন বলে অভিযোগ৷ প্রচুর সংখ্যায় বাইক, গাড়িও রাখা হয়৷ ধুনুচি নাচের আয়োজন করা হয়৷ তাতে অংশ নেন স্বয়ং প্রিয়াঙ্কা টিব্রেওয়াল৷ এর ফলে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের উপরে যানজটও তৈরি হয় বলে অভিযোগ৷ নির্বাচন কমিশনের তরফে দেওয়া চিঠিতে এই সব অভিযোগ করা হয়েছে। ওই রাস্তা দিয়ে এসএসকেএম (Sskm) এবং শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে (Shambhunath Pandit Hospital) যাতায়াত করা হয়। সেই কারণে, রাস্তা থেকে ভিড় সরিয়ে দিতে বলে পুলিশ৷ সেই সময় ঘটনাস্থলে শুভেন্দু অধিকারীও (Subhendu Abhikari) ছিলেন বলে কমিশনের চিঠিতে জানানো হয়েছে৷ অভিযোগ, বার বার বলা সত্ত্বেও রাস্তা ফাঁকা করা হয়নি৷

ভবানীপুর কেন্দ্রে রিটার্নিং অফিসারের চিঠিতে অভিযোগ, প্রিয়াঙ্কা টিবরেওয়াল মনোনয়ন দিতে যাওয়ার সময় বিজেপি-র একাধিক নেতা ও জনপ্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকায় বহু সংখ্যক নিরাপত্তা কর্মী ছিলেন। ছিল প্রচুর গাড়ি৷ এছাড়াও কমিশনের বিধি ভেঙে গান-বাজনাও করা হয়। সব মিলিয়ে কমিশনের কোভিড সংক্রান্ত কোনও নির্দেশিকাই মানা হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন –টি-২০ বিশ্বকাপের আগে র‍্যাঙ্কিং-এ উন্নতি বিরাট কোহলির

কেন নির্দেশিকা মানা হল না? টিব্রেওয়ালের কাছে সেই জবাব তলব করেছেন ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার৷ একই সঙ্গে, বিধিভঙ্গ করায় বিজেপি প্রার্থীকে প্রচারের অনুমতি না দেওয়ার জন্য ভবানীপুর এবং আলিপুর থানার তরফে কমিশনকে অনুরোধ করা হয়েছে৷

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি টিবরেওয়াল। প্রচার বন্ধ করতেই এই অভিযোগ বলে দাবি তাঁর।

 

advt 19

 

 

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...