Thursday, August 28, 2025

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

এই বছর দুর্গাপুজো করতে গেলে কী কী নিয়মাবলি মানতে হবে তার গাইডলাইন প্রকাশ করল অসম সরকার। অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহান্ত জানিয়েছেন , দুর্গাপুজোর আয়োজকদের এই গাইডলাইন মেনেই পুজো করতে হবে।
গত বছর করোনা মহামারির কারণে এ রাজ্যের মতো নমো নমো করে দুর্গাপুজো করা হয়েছিল অসমেও। এই বছর করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রনে পড়শি এই রাজ্যেও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দুদিন আগেই জানিয়েছিলেন যে, পরিস্থিতি বুঝে এই বছর বড় এবং জাঁকজমক করেই দুর্গাপুজোর আয়োজন করা যাবে অসমেও।কিন্তু কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। অসমের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই বছর, যারা সর্বজনীন দুর্গাপুজোর আয়োজন করছেন তাদের প্যান্ডেল করতে হবে খোলা মাঠেই।
তারা জানিয়েছে, কোনও প্যান্ডেলেই যাতে ভিড় না হয় সেই জন্য খোলামেলা ভাবেই করতে হবে পুজোর আয়োজন। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, পুজোর আয়োজকদের প্যান্ডেলের ঢোকার মুখেই স্যানিটাইজার রাখতে হবে। একই সঙ্গে রাখতে হবে মাস্কও। মাস্ক ছাড়া কাউকেই প্যান্ডেলের ভিতরে ঢুকতে দেওয়া হবে না।

আরও পড়ুন – ফের নিম্নচাপের ভ্রুকুটি, আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
বিসর্জন প্রসঙ্গে অসমের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই বছরে একসঙ্গে একাধিক পুজো কমিটিকে বিসর্জন করার অনুমতি দেওয়া হবে না। একবারে একটাই মূর্তি বিসর্জন দেওয়া যাবে। তিনি জানান, প্রতিমা বিসর্জন দেওয়ার ২ থেকে ৩ দিন আগে জেলা প্রশাসনের কাছে থেকে অনুমতি নিতে হবে। যে রুটে এবং সময়ে প্রতিমা বিসর্জন করার অনুমতি দেওয়া হবে সেটাই মেনে চলতে হবে।সবমিলিয়ে করোনার প্রকোপ কমলেও এবারও দুর্গাপুজো কোভিড বিধি মেনেই করতে হবে অসমে।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version