সোমবার ভোররাতেই আগুন। সোনারপুরের কারবালা এলাকার একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন ছড়াতেই দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। ঘণ্টা দেড়েক পর কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন।ঘটনাস্থলে পৌঁছেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন:রাতভর তুমুল বৃষ্টিতে জলে থৈ থৈ তিলোত্তমা,দিনভর বৃষ্টির সতর্কতা জারি

স্থানীয় সূত্রের খবর,সোনারপুরের কারবালা এলাকায় ভোর সাড়ে চারটে আচমকাই বাজ পড়ে।বিকট শব্দ শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা। তখনই তাঁরা কারখানার শেড দিয়ে কালো ধোঁয়া দেখতে পান।কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন।এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে প্রথম দিকে সমস্যা হওয়ায় পরে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানাটিতে মূলত জুতোর আঠা তৈরি হত। কিন্তু ঘিঞ্জি এলাকায় কারখানাটি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে। আশেপাশে আরও বেশ কয়েকটি কারখানা রয়েছে। আরও একটি কারখানা থাকায় আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। তাছাড়াও ওই এলাকাও যথেষ্ট ঘিঞ্জি জনবসতিপূর্ণ। ফলে বসত বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার ভয় থাকে।

রাতভর বৃষ্টিতে ব্যাহত হয় আগুন নেভানোর কাজও। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও একটি ইঞ্জিন। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাজ থেকে শর্টসার্কিটের জেরেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

