Tuesday, November 11, 2025

রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন,আতঙ্কিত এলাকাবাসী

Date:

Share post:

সোমবার ভোররাতেই আগুন। সোনারপুরের কারবালা এলাকার একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন ছড়াতেই দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। ঘণ্টা দেড়েক পর কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন।ঘটনাস্থলে পৌঁছেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন:রাতভর তুমুল বৃষ্টিতে জলে থৈ থৈ তিলোত্তমা,দিনভর বৃষ্টির সতর্কতা জারি

স্থানীয় সূত্রের খবর,সোনারপুরের কারবালা এলাকায় ভোর সাড়ে চারটে  আচমকাই বাজ পড়ে।বিকট শব্দ শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা। তখনই তাঁরা কারখানার শেড দিয়ে কালো ধোঁয়া দেখতে পান।কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন।এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে প্রথম দিকে সমস্যা হওয়ায় পরে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানাটিতে মূলত জুতোর আঠা তৈরি হত। কিন্তু ঘিঞ্জি এলাকায় কারখানাটি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে। আশেপাশে আরও বেশ কয়েকটি কারখানা রয়েছে।  আরও একটি কারখানা থাকায় আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। তাছাড়াও ওই এলাকাও যথেষ্ট ঘিঞ্জি জনবসতিপূর্ণ। ফলে বসত বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার ভয় থাকে।

রাতভর বৃষ্টিতে ব্যাহত হয় আগুন নেভানোর কাজও। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও একটি ইঞ্জিন। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাজ থেকে শর্টসার্কিটের জেরেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

advt 19

spot_img

Related articles

প্রয়াত অভিনেতা-প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড

হাসপাতালের দীর্ঘ লড়াই শেষ। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...