পুজো অনুদান নিয়ে রাজ্যের বক্তব্য তলব হাইকোর্টের

দুর্গাপুজোর আয়োজন করে এমন ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা আগেই করেছে রাজ্য সরকার৷ সরকারি এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় মঙ্গলবার রাজ্যের বক্তব্য তলব করেছে হাইকোর্ট৷

আরও পড়ুন:দুর্ভোগ এখনই কমছে না, আজও দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি পূর্বাভাস
এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যের বক্তব্য তলবের পাশাপাশি জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ নভেম্বর। এদিনের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় আদালতে জানান, ২০২১-এর দুর্গাপুজোয় এখনও সরকারের তরফে কোনও অর্থই পুজো আয়োজক ক্লাবগুলিকে দেওয়া হয় নি।

আরও পড়ুন:“এবার আমার পাঠানো বর্ণপরিচয় ওনার কাজে আসবে”, দিলীপকে ফের খোঁচা বাবুলের

advt 19

Previous articleপ্রকৃত নিয়ন্ত্রণ রেখার ধার ঘেঁষে রাতের অন্ধকারে মহড়া দিচ্ছে চিনা সেনা
Next articleকেকেআরের বরুণের পারফরম্যান্সে খুশি কোহলি