কেকেআরের বরুণের পারফরম্যান্সে খুশি কোহলি

আইপিএল ( Ipl ) দ্বিতীয় পর্বের প্রথম ম‍্যাচে নেমেই কলকাতা নাইট রাইডার্সের( KKR) কাছে কার্যত দুরমুশ হয়ে যা রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোর( RCB)। মাত্র ৯২ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির( Virat Kohli) দল। ১০ ওভার বাকি থাকতে ৯ উইকেটে জয় তলে নেয় কেকেআর। ম‍্যাচ হেরেও খুশি আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। তবে দলের খেলায় নয়, বিপক্ষ বোলার বরুণ চক্রবর্তীর খেলায়।

ম‍্যাচ শেষে বরুণের প্রশংসায় কোহলি বলেন,” বরুণ দারুণ বল করল। ভারতের হয়ে যখন ও খেলবে, বিরাট ভূমিকা নেবে। খুব শিঘ্রই ও দেশের হয়ে খেলবে। এটা খুব ভাল লক্ষণ।”

অক্টোবরেই শুরু হতে চলেছে টি-২০বিশ্বকাপ। ভারতের ১৫ জনের দলে রয়েছেন বরুণ। যার কারণে বরুণের পারফরম্যান্সে খুশী বিরাট।

এদিকে কলকাতার কাছে ৯ উইকেটে হারের ব‍্যাক্ষা দিতে গিয়ে কোহলি বলেন,” একটা অন্তত বড় রানের জুটি হওয়া দরকার ছিল। আসলে শুরুতে অতটা শিশির হবে, আশা করিনি। ১ উইকেটে ৪২ রান থেকে আমরা ২০ থেকে ২৫ রানের মধ‍্যে ৫ উইকেট হারালাম। এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তবে আমাদের পেশাদার মানসিকতা নিয়ে খেলতে হবে। নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে হবে। পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী।”

আরও পড়ুন:ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল বিসিসিআই 


 

Previous articleপুজো অনুদান নিয়ে রাজ্যের বক্তব্য তলব হাইকোর্টের
Next articleকলকাতা হাইকোর্টের দুই বিচারপতিকে ওড়িশায় বদলির সুপারিশ শীর্ষ আদালতের