এএফসি কাপে নাসাফের কাছে হাফ ডজন গোল হজম এটিকে মোহনবাগানের

এএফসি কাপের( Afc Cup) ইন্টার জোনাল সেমিফাইনালের হার এটিকে মোহনবাগানের( Atk Mohunbagan)। এদিন এফসি নাসাফের ( Fc Nasaf) কাছে ০-৬ গোলে হারল হাবাসের( Habas) দল। বুধবার ম‍্যাচে উজবেকিস্তানের দল এফসি নাসাফের কাছে কার্যত আত্মসমর্পণ করল রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা।

ম‍্যাচে এদিন ইউরো ফুটবলার জনি কাউকো রেখেই দল সাজালেন বাগান কোচ হাবাস।  ম‍্যাচে বাঁশী বাজতেই একপেশে লড়াই চোখে পোড়ল এদিনের ম‍্যাচে। ম‍্যাচে শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাল নাসাফ। যার ফলে ম‍্যাচের ২১ মিনিটেই তিন গোল খেয়ে বসে হাবাসের দল। ম‍্যাচে এদিন ৪ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে নাসাফকে এগিয়ে দেন বাগানের প্রীতম কোটাল। ম‍্যাচের ১৮ মিনিটে নাসাফের হয়ে দ্বিতীয় গোলটি করেন নরচেভ। এরঠিক দু’মিনিটের ব‍্যবধানে নাসাফকে ৩-০ গোলে এগিয়ে দেন তিনি। এদিন বাগানের ডিফেন্সকে ছাড়খার করে দেয় উজবেকিস্তানের দল। একের পর এক আক্রমণ হানতে থাকেন তারা। যার ফলে ম‍্যাচের ৩১ মিনিটে নিজের হ‍্যাটট্রিক এবং নাসাফের হয়ে চতুর্থ গোলটি করেন নরচেভ। প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি পায় নাসাফ। কিন্তু তা থেকে গোল করতে ব‍্যর্থ হন বজোরভ। তাঁর শট ক্রস বারে লেগে ফিরে আসে। তবে বিরতির আগে সংযুক্তি সময়ে সহজেই গোল করেন তিনি। বিরতিতে যাওয়ার আগেই ৫-০ গোলে এগিয়ে যায় এফসি নাসাফ। ম‍্যাচে এদিন তিন ডিফেন্ডার শুভাশিস বসু, কার্ল ম্যাকহিউ, প্রীতম কোটালরা থাকলেও, নাসাফের আক্রমণে কাছে দাঁড়াতেই পারেননি তারা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ডিফেন্সিভ খেলতে শুরু করেন হাবাসের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে শেখ সাহিলকে তুলে লিস্টন কোলাসোকে নামান হাবাস। দ্বিতীয়ার্ধে কিছুটা বল ধরে খেলতে শুরু করে এটিকে মোহনবাগান। তবুও গোলের দরজা খুলতে পারেনি এটিকে মোহনবাগান। ৬৮ মিনিটে মনবীরের জায়গায় নামেন সুসাইরাজ। চোট সারিয়ে মাঠে নামলেন তিনি। তবে এরই মাঝে পাল্টা আক্রমণ চালায় নাসাফ। যার ফলে ৭১ মিনিটে ডানদিক থেকে উঠে গোল করেন পরিবর্ত হিসেবে নামা নাজরুলায়েভ দোনিয়র্জন।

আরও পড়ুন:বাতিল হওয়া সিরিজে নিরাপত্তারক্ষীদের বিরিয়ানি খাইয়ে ২৭ লক্ষ টাকা খরচা পিসিবির


 

Previous articleগলাটা কেটে মৃত্যু হতে পারতো, নন্দীগ্রাম প্রসঙ্গে বিজেপিকে দানবিক-ভয়ঙ্কর বিশেষণ মমতার
Next articleবেনজির ঘটনা কলকাতা হাইকোর্টে, বিচারপতি ফেরানো হল পুরোনো জায়গাতেই