পাকিস্তানে নিরাপত্তার কোন অভাব ছিল না, মন্তব্য পাক নিযুক্ত ইংল্যান্ডের রাষ্ট্রদূত টার্নারের

নিরাপত্তার কারণে ইতিমধ্যেই পাকিস্তান( Pakistan) সফর বাতিল করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড( Ecb)। যদিও পাকিস্তানে নিরাপত্তার কোন অভাব বোধ করছেন না পাকিস্তানে নিযুক্ত ইংল্যান্ডের রাষ্ট্রদূত। ইংল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান টার্নার পাকিস্তান সিরিজ বাতিল করার জন‍‍্য অবশ্য সমস্ত দোষ চাপিয়েছেন মর্গ্যানদের বোর্ডের ঘাড়েই।

পাকিস্তান সফরে ইয়ন মর্গ্যানদের পাশাপাশি আসার কথা ছিল মহিলা ইংল‍্যান্ড দলেরও। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সবটাই বন্ধ করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও পাকিস্তানে নিরাপত্তার অভাব আছে বলে মনে করেছেন না ইংল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান টার্নার। তিনি পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের কাছে ক্ষমা চেয়ে বলেন, “ব্রিটিশ দূতাবাস সব সময়ই চেয়েছে ইংল্যান্ড দল পাকিস্তান সফরে আসুক। নিরাপত্তার অসুবিধার কথা আমরা এক বারও বলিনি। এখনও আমরা মনে করি পাকিস্তান নিরাপদ।”

আরও পড়ুন:আইপিএলে ফের করোনার থাবা, করোনায় আক্রান্ত পেসার টি নটরাজন

 

Previous articleনভেম্বরে এনডিএ-র প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন মহিলারা, নির্দেশ সুপ্রিম কোর্টের
Next articleদলিত শিশু ঢুকেছিল মন্দিরে, ‘শুদ্ধিকরণ’এর জন্য পরিবারকে জরিমানা ২৫ হাজার টাকা!