উধমপুরে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ল, মৃত দুই মেজর

জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় পাহাড়ের উপর ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার।এই দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে।
সেনার তরফে জানানো হয়েছে, বায়ুসেনার ‘চিতা’ হেলিকপ্টারে চেপে টহল দিচ্ছিলেন মেজররা।। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ উধমপুরে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে কপ্টারটি। দুর্ঘটনায় দুই পাইলট গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। সেনার তরফে ভেঙে পড়া হেলিকপ্টারের ছবিও প্রকাশ করা হয়।
এরপরই ভারতীয় বায়ুসেনার নর্দার্ন কমান্ডের তরফে টুইট করে বলা হয়, ‘দুর্ঘটনায় মেজর রোহিত কুমার ও মেজর অনুজ রাজপুত প্রাণ হারিয়েছেন ।তাঁদের বলিদানকে সেলাম জানাচ্ছে বায়ুসেনা।
যদিও কী কারণে এই দুর্ঘটনা হল তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকালে বায়ুসেনার চিতা হেলিকপ্টারটির ভেঙে পড়ে।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকায় কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে গিয়েছিল। সম্ভবত সেই কারণে দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করছে বায়ুসেনা।

 

advt 19

 

Previous articleঅভিষেকের মামলার শুনানি ২৭ সেপ্টেম্বর
Next articleব্রেকফাস্ট নিউজ