Sunday, January 11, 2026

আদালতে মিথ্যে তথ্য, ত্রিপুরা হাইকোর্টে ভর্ৎসিত বিপ্লব দেব সরকার

Date:

Share post:

আদালতেও মিথ্যে তথ্য দিল বিপ্লব দেব (Biplab Dev)সরকার। ভর্ৎসনা করল ত্রিপুরা হাউকোর্ট। তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) কেন অত শরীর খারাপ নিয়েও খোয়াই থানার নোটিশে (Notice) সাড়া দিতে গিয়েছিলেন? বৃহস্পতিবার, ত্রিপুরা হাইকোর্টে তা হাড়ে হাড়ে বুঝল বিপ্লব দেবের পুলিশ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)-সহ ৬জনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে মামলা সাজিয়েছিল ত্রিপুরার পুলিশ। এই মামলায় তৃণমূলের কোয়াশিং পিটিশনের শুনানিতে প্রথমদিন অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন পুলিশের তদন্ত শেষ হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ৪১-এ-র নোটিশ দেয় আদালত। এদিন, শুনানিতে আইনজীবীরা বলেন, সেখানে তদন্ত শেষ হয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে, সেখানে কীভাবে ৪১-এ-র অধীন নোটিশ পাঠানো হয়।

আরও পড়ুন:‘জন্মদিনে’ রেকর্ড টিকার টার্গেট: মধ্যপ্রদেশে ভ্যাকসিন না নিয়েও মিলছে শংসাপত্র

একই সঙ্গে প্রধান বিচারপতির এজলাসে তৃণমূলের পক্ষের আইনজীবী আইনজীবী সিদ্ধার্থ লুথরা ও বিশ্বজিৎ দেব বলেন, সরকার মিথ্যে বলেছিল। তারপর কুণাল ঘোষকে নোটিশ পাঠিয়েছে। উনি 21/9 কমপ্লাই করেছেন। প্রধান বিচারপতি নোটিশ ও নথি দেখতে চান। আইনজীবীরা পেশ করেন। প্রমাণ হয়ে যায় পুলিশ দ্বিচারিতা করছে।

এই দেখে সরকারকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, সরকারের তরফ থেকে মিথ্যে বলা হচ্ছে আদালতে। এটা দুর্ভাগ্যজনক।
কুণাল ঘোষের নথি দেখার পর কোর্ট বলে দেয়, আর কাউকে নোটিশ পাঠানো যাবে না। পরবর্তী শুনানির জন্য সময় চায় রাজ্য। কারণ, এ জি ছিলেন না। পুজোর পর ফের শুনানি। ঘটনায় মুখ পুড়েছে পুলিশের।

এখনও ত্রিপুরাতেই হাসপাতালে চিকিৎসাধীন কুণাল ঘোষ। এদিন বিকেলেই আনা হতে পারে কলকাতায়।

advt 19

 

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...