বন্যাত্রাণের টাকা আত্মসাৎ, নেতাকে পুলিশের সামনেই গণধোলাই মালদহে

ভুয়ো এ্যাকাউন্ট খুলে বন্যাত্রাণের টাকা আত্মসাৎ করার অভিযোগে নেতাকে গণধোলাই পুলিশের সামনেই । পুলিশ সেই নেতাকে উদ্ধারের চেষ্টা করতে গেলে পুলিশের সঙ্গেও হাতাহাতি হয় বিক্ষোভকারীদের। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরোই গ্ৰাম পঞ্চায়েতের চোপালমোড় এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ।পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। জানা গিয়েছে ২০১৭ সালে বন্যাত্রাণের টাকা আত্নসাতের অভিযোগ ওঠে বরোই গ্ৰাম পঞ্চায়েতের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তদন্তে জানা গিয়েছে এক ব্যক্তির নামে একাধিক এ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ করেছেন ওই নেতা । বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পরে বৃহস্পতিবার তিনি রাস্তায় বেরোতেই তাঁকে ঘিরে ধরে আটকে রেখে গণধোলাই শুরু হয়। পুলিশ উদ্ধারে গেলে পুলিশের সঙ্গেও হাতাহাতি হয়। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

advt 19

 

 

Previous article‘কৃষকদের কথা মাথায় রাখবেন’, মোদি সাক্ষাতের পূর্বে বাইডেনকে আবেদন টিকাইতের
Next articleতিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলছে কৃষক বিক্ষোভ, ২৭ সেপ্টেম্বর ভারত বনধের ডাক