Saturday, August 23, 2025

একটি সময়ে জনপ্রিয়তা হিন্দি ধারাবাহিকের (Hindi Serial) মুখ্য চরিত্রে তাঁকে দেখা যেত। “কিঁউ কি সাস ভি কাভি বহু থি” (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi)নামক ওই ধারাবাহিকের সুবাদে অভিনেত্রী (Actress) স্মৃতি ইরানিকে (Smriti Irani) চেনেন মানুষ। সেই জনপ্রিয়তাকে রাজনীতিতে। মোদির মন্ত্রিসভায় (Narendra Modi Cabinet Minister) জায়গা পাওয়া। এখন অভিনয় ছেড়ে পুরোদস্তুর রাজনীতির জগতের মানুষ স্মৃতি ইরানি।

শনিবার ভবানীপুরের উপনির্বাচনে (Bhawanipur By Poll) প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewla) সাফল্য কামনায় কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তারপর ৭২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডোর টু ডোর প্রচার করেন বেশ কিছুক্ষণ। রাস্তার ধারের দোকানদারদের সঙ্গেও বাংলা-হিন্দিতে কথা বলেন। গতকাল প্রয়াত বিজেপি (BJP) নেতা মানস সাহার বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গেও কথা বলেন। পাশে থাকার আশ্বাস দেন।

অন্যদিকে, রোজকার মতো দলনেত্রীর জন্য এদিনও সকাল সকাল মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেখানে উপস্থিত সাংবাদিকরা স্মৃতি ইরানি প্রসঙ্গ তুললে ফিরহাদের জবাব, উনি নাটক করতে এসেছেন। উনি কেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারানোর ক্ষমতা ওনাদের বড় নেতাদেরও নেই।

এরপরই কটাক্ষের সুরে ফিরহাদ বলেন, “স্মৃতি ইরানি মাঝে মাঝে এখানে ঘুরতে আসেন। বিধানসভা ভোটের সময়ও ঘুরে গিয়েছেন। ফল কী হয়েছে তা সকলেই জানেন। উনি যত ইচ্ছা ঘুরুন, অসুবিধা নেই। উনি তো পর্যটক। ঘোরায় তো ওনার কাজ। ঘুরতে এসে কিঁউ কি সাস ভি বহু থি-এর মতো নাটকই করে যাচ্ছেন স্মৃতি ইরানি। আসলে স্মৃতি ইরানি বহু থেকে এখন বোধহয় সাস হয়ে গেছেন। বাংলায় নাটকের কোনও মূল্য নেই। কারণ, এটা মমতা ব্যানার্জির গড়। স্মৃতি ইরানি যে দলটা করেন সেই দল হল সাম্প্রদায়িক শক্তি। মমতা ব্যানার্জি বাংলাকে সবসময় নিজের হৃদয়ে রাখেন। কোনও জায়গাকেই তিনি ত্যাগ করেননি। ভবিষ্যতেও করবেন না।”

আরও পড়ুন:শুনানিতে মিঠুনের ডায়লগ: শুনলেন বিচারপতি, এজলাসে হাসির রোল


 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version