Wednesday, August 27, 2025

দুয়ারে ভ্যাকসিন প্রকল্পে কেন্দ্রের সায়, পরিকল্পনা তৈরির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রককে

Date:

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। তবে এই টিকাকরণের ক্ষেত্রে এতদিন কোন স্বাস্থ্যকেন্দ্রে(health camp) গিয়েই টিকা নিতে হতো সাধারণ মানুষকে। এবার অবশ্য সেই নিয়মে বদল আনতে চলেছে ভারত সরকার(Indian government)। স্বাস্থ্যকেন্দ্রে নয়, এবার সরাসরি বাড়িতে বসে মিলবে টিকা। সম্প্রতি দুয়ারে টিকাকরণ(vaccine on door) প্রকল্পে সবুজসংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। যত দ্রুত সম্ভব এ বিষয়ে পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে(health ministry)। তবে এই নিয়ম প্রযোজ্য হবে শুধুমাত্র বৃদ্ধ ও অসুস্থদের ক্ষেত্রে। স্বাস্থ্যকর্মীরা তাদের বাড়ি গিয়ে দিয়ে আসবে ভ্যাকসিন। বৃহস্পতিবার এই উদ্যোগের কথা প্রকাশ্যে আনেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল।

আরও পড়ুন:Happy Birthday Stunt: গেরুয়া রাজ্যে টিকাকরণের নথি তুলে মোদিকে তোপ ডেরেকের

সম্প্রতি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীতি আয়োগ কর্তা জানান, যারা টিকাকরণ কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন দিতে অক্ষম বা যারা যাতায়াত করতে পারেন না তাদের জন্য সরকার বাড়িতে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছে। ইতিমধ্যেই এ মর্মে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, “আমরা বুঝতে পারছি দেশে এমন অনেক মানুষ আছেন যারা শয্যাশায়ী বা টিকাকরণ কেন্দ্রে যেতে পারছেন না। তাদের কথা চিন্তা করে সরকার নতুন এই উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যেই সে সকল মানুষের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই বাড়িতে গিয়ে তাদের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।” পাশাপাশি তিনি আরো জানান, সারাদেশে ইতিমধ্যেই এক তৃতীয়াংশ মানুষ করোনার দুটি ডোজ পেয়ে গিয়েছেন। দুই তৃতীয়াংশ মানুষ অন্তত একটি রোজ পেয়ে গিয়েছেন। এটা নিঃসন্দেহে সরকারের অনেক বড় একটি সাফল্য।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version