বড় ধাক্কা খেল শেয়ারবাজার, ৪১০ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৯,৬৬৭.৬০ (⬇️ -০.৬৮%)

🔹নিফটি ১৭,৭৪৮.৬০ (⬇️ -০.৬০%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হয়নি। মঙ্গলবার ফের ধাক্কা খেল দালাল স্ট্রীট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ৪১০ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:“কংগ্রেস না বাঁচলে দেশ বাঁচবে না”, রাহুলের হাত ধরে নতুন ইনিংস শুরু কানহাইয়ার

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৪১০.২৮ পয়েন্ট বা -০.৬৮ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৯,৬৬৭.৬০। এনএসই নিফটি (NSE Nifty) -১০৬.৫০ পয়েন্ট বা -০.৬০ শতাংশ নেমে হয়েছে ১৭,৭৪৮.৬০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

advt 19

 

Previous article“কংগ্রেস না বাঁচলে দেশ বাঁচবে না”, রাহুলের হাত ধরে নতুন ইনিংস শুরু কানহাইয়ার
Next articleভবানীপুরে ভোট পর্যন্ত জারি ১৪৪ ধারা