Sunday, August 24, 2025

১৫ থেকে বাড়িয়ে ভবানীপুরে ৩৫ কোম্পানি বাহিনী, উপনির্বাচনের আবহে দুর্গ ভবানীপুর

Date:

রাত পোহালেই ভবানীপুরে হাইভোল্টেজ উপনির্বাচন। তবে এটা নেহাতই এক আপাত-নিরীহ ভোট নয়, এই নির্বাচনের দিকে নজর থাকবে গোটা দেশের। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কার্যত নিশ্চিত, কিন্তু রেকর্ড মার্জিন পেতে অল-আউট ঝাঁপাচ্ছে শাসক দল তৃণমূল। অন্যদিকে, হাল ছাড়তে নারাজ প্রধান বিরোধী বিজেপি। জামানত বাঁচাতে লড়ছে সিপিএম-ও!

ভবানীপুরের একেবারে শেষলগ্নের প্রচারে ঝাঁপিয়েছিল সব দলই। ফলাফল সকলের জানা থাকলেও, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও তাই চড়েছে রাজনীতির পারদ। তাই বৃহস্পতিবার ভোটের দিন কোনওরকম উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর নির্বাচন কমিশন।

ভবানীপুর উপনির্বাচনের জন্য আগেই ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল কমিশন। কিন্তু শেষমুহুর্তে আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ভবানীপুরে। বরাদ্দ আরও ২০ কোম্পানি। অর্থাৎ, সবমিলিয়ে ভোটের দিন ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ভবানীপুরে। রাতেই এলাকায় পৌঁছে গিয়েছে এই অতিরিক্ত বাহিনী।

এদিকে ভবানীপুরের পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ কেন্দ্রে সাধারণ নির্বাচন হবে রাত পোহালেই। এই দুই কেন্দ্রেও ঝুঁকি নিতে নারাজ কমিশন। তাই ভবানীপুর, জঙ্গিপুর ও সামশেরগঞ্জ মিলিয়ে তিন কেন্দ্রে ইতিমধ্যেই ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ৩৫ কোম্পানি থাকবে শুধু ভবানীপুরেই।

আরও পড়ুন- বিজেপি যোগের জল্পনা উস্কে অমিত শাহের বাসভবনে গেলেন অমরিন্দর সিং!

 

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version