লন্ডনের বিশ্ববিদ্যালয়ে (London University) ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourabh Ganguly) , ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) কন্যা সানা (Sana Ganguly) ।

অর্থনীতি নিয়ে (Economics) লন্ডনে পড়াশুনা করবেন সানা। অন্য সব বিষয়ে ছাপিয়ে অর্থনীতি সানান বরাবরই পছন্দের আর তাই অনেকদিন ধরেই লন্ডনে পড়তে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু করোনার কারণে বিশ্বজুড়ে প্যানডেমিক ছড়িয়ে পড়য় এবং লকডাউন হয়ে যাওয়ায় সেটা কিছুটা দেরি হয়ে যায় তবে শেষ পর্যন্ত সব কাজ ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়েছে আর এতেই খুব খুশি গঙ্গোপাধ্যায় পরিবার।

https://www.instagram.com/p/CUaegI4gVIm/?utm_medium=copy_link
মেয়েকে ভর্তি করাতে কিছুদিন আগেই সপরিবারে লন্ডনে গিয়েছেন সৌরভ। মেয়ের ইচ্ছে পূরণ করে মেয়েকে লন্ডনে ভর্তি করাতে পেরে স্বভাবতই খুব খুশি বাবা সৌরভ। ইনস্টাগ্রামে সৌরভ সেই আনন্দের কথা জানিয়ে লিখেছেন, ‘দারুণ অভিজ্ঞতা।’

সানা লন্ডনে থাকবে। তাই সম্প্রতি লন্ডনের টেমস নদীর ধারে একটি ফ্ল্যাট কিনেছেন সৌরভ। বুধবার সেই ফ্লাটে ব্যালকনিতে দাঁড়িয়ে একটি ছবি তুলে পোস্ট করেছিলেন সৌরভ । সেই ছবি ভাইরাল হয়েছিল। আর এ বার গোটা পরিবারের ছবিও ভাইরাল হল।
https://www.instagram.com/p/CUaXQa6NTpu/?utm_medium=copy_link
