Sunday, November 2, 2025

তৃতীয় দিনের শেষে চাপে অস্ট্রেলিয়া, দুরন্ত পারফরম্যান্স ঝুলন গোস্বামী এবং দীপ্তি শর্মার

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া ( india- Australia)গোলাপি বলের টেস্টে দুরন্ত পারফরম্যান্স মিতালি রাজদের( mitali raj)। তৃতীয় দিনের শেষে চাপে অস্ট্রেলিয়া। স্মৃতি মান্ধানার(smriti mandhana) দুর্ধর্ষ শতরানের পর, বল হাতে কামাল দেখাচ্ছেন ভারতীয় বোলাররা। তৃতীয় দিনের ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন ঝুলন গোস্বামী। প্রথমবার গোলাপী বলে বল করতে এসে দুটি দুর্দান্ত উইকেট তুলে নেন অভিজ্ঞ পেসার ঝুলন। আর এর জেরে তৃতীয় দিনে শেষে চাপে অস্ট্রেলিয়া।

প্রথমবার গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলতে নেমে দাপুটে পারফরম্যান্স করে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গোল্ড কোস্টে সিরিজের একমাত্র দিন-রাতের টেস্টের প্রথম দু’দিন অনেকটা সময় বৃষ্টির জন্য নষ্ট হয়। তাতেও ম্যাচে কর্তৃত্ব করে ভারতীয় মেয়েরা। প্রথম দু’দিন যদি স্মৃতি মান্ধানার হয়, তাহলে শনিবার টেস্টের তৃতীয় দিনটি বাংলার দুই তারকার। একজন কিংবদন্তি ঝুলন গোস্বামী এবং অন্য জন দীপ্তি শর্মা। অলরাউন্ডার দীপ্তির ব্যাট হাতে ৬৬ রান ভারতের প্রথম ইনিংসের স্কোর সাড়ে তিনশোর গণ্ডি টপকাতে সাহায্য করল। ৫ উইকেটে ২৭৬ রান থেকে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে ৮ উইকেটে ৩৭৭ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারতীয় দল।

জবাবে অস্ট্রেলিয়ার ইনিংসে শুরুতেই ধাক্কা দেন ঝুলন। অস্ট্রেলীয় ওপেনার বেথ মুনিকে বোল্ড করেন অভিজ্ঞ ভারতীয় পেসার। এরপর বিপক্ষের ৪৯ রানের জুটি ভেঙে অ্যালিসা হিলিকে ফিরিয়ে দেন ঝুলন। বঙ্গ পেসারকে যোগ্য সঙ্গত করেন পূজা ভাস্ত্রাকর। মেগ ল্যানিং ও তাহলিয়া ম্যাকগ্রাকে আউট করে অস্ট্রেলীয়দের আরও চাপে ফেলে দেন ভারতীয় পেসার। ঝুলন (২/২৭) ও পূজার (২/৩১) বোলিং বিক্রমে টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর ৪ উইকেটে ১৪৩। এখনও ২৩৪ রানে এগিয়ে ভারত। তবে রবিবার টেস্টের শেষ দিন বড় কোনও অঘটন না ঘটলে ম্যাচ ড্রয়ের পথে।

আরও পড়ুন:মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফের রাস্তা পাকা করল দিল্লি ক‍্যাপিটালস

 

spot_img

Related articles

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...