“গডসে জিন্দাবাদ বলার অর্থ দেশকে নির্লজ্জভাবে অপমান করা”, ক্ষুব্ধ বিজেপি সাংসদ বরুণ

জাতির জনক গান্ধীজীর(Mahatma Gandhi) জন্ম জয়ন্তীতে সোশ্যাল মিডিয়াতে গডসের জয়ধ্বনী করছে হিন্দুত্ববাদীরা। শুধু তাই নয় এমন একটি দিনে টুইটারে রীতিমতো ট্রেন্ডিং হয়েছে গডসের জিন্দাবাদ হ্যাশট্যাগ। লজ্জাজনক ঘটনা দেখে আর চুপ করে রইলেন না বিজেপি সাংসদ বরুণ গান্ধী(Varun Gandhi)। রীতিমতো সরব হয়ে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, গান্ধীজীর জন্মদিনে যারা গডসের নামে স্লোগান দিচ্ছে তারা নির্লজ্জভাবে দেশকে অপমান করছে।

এই ঘটনায় টুইটারে সরব হয় উত্তরপ্রদেশে বিজেপি সাংসদ বরুণ গান্ধী লেখেন, “ভারত চিরদিনই আধ্যাত্মিকতার দিক থেকে সুপার-পাওয়ার ছিল। কিন্তু মহাত্মার (Mahatma Gandhi) হাত ধরেই, তাঁর ব্যক্তিত্ব এবং আদর্শেই আমরা নীতিগত আধিপত্য অর্জন করেছি। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যারা আজ ‘গডসে জিন্দাবাদ’ (Godse zindabad) বলে টুইট করছেন, তাঁরা আসলে নির্লজ্জভাবে দেশকেই লজ্জিত করছেন।”

আরও পড়ুন- মহিলাদের বুটের টক-টক আওয়াজে পুরুষদের মনে খারাপ চিন্তার উদয় হয়! ব্যাখ্যা দিল তালিবান advt 19

 

Previous articleসীমান্তে সেনা বাড়িয়েছে চিন, জানালেন দেশের সেনাপ্রধান নারাভানে
Next articleমুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফের রাস্তা পাকা করল দিল্লি ক‍্যাপিটালস