ইংরেজবাজারে পুলিশ লাইনে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে উত্তরবঙ্গের আইজি 

বৃহস্পতিবার মালদহে এলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আই জি ডি পি সিং । সাথে ছিলেন মালদহ রেঞ্জের ডিআইজি পারভিন ত্রিপাঠী, জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া । এদিন দুপুরে ইংরেজবাজার শহরের পুলিশ লাইনে বেশকিছু নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি। পুলিশ লাইনে মহিলা পুলিশ ব্যারাক , শৌচাগার , মহিলাদের রূপচর্চার জন্য সেলুন সহ আরো বেশ কিছু নবনির্মিত বিল্ডিংয়ের শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আইজি । এদিন উত্তরবঙ্গের আইজির সামনে জেলার পুলিশের সমস্ত কাজ বিষয় নিয়ে প্রজেক্টরের মাধ্যমে দেখান জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। উত্তরবঙ্গের আইজি ডিপি সি জানান মালদহ জেলা পুলিশ সুপার ওয়ারেন্ট ট্রাকিং সিস্টেম করেছে যা খুব ভালো । আগামী দিনে আমাদের বিভিন্ন যে ছোট ছোট টেকনিক্যাল সমস্যা গুলো হয় তা আমরা খুব সহজেই সমাধান করতে পারব। এই ওয়ারেন্ট ট্রাকিং সিস্টেম এর মাধ্যমে উত্তরবঙ্গে এই প্রথম মালদহ জেলাতে ওয়ারেন্ট ট্রাকিং সিস্টেমটা চালু হলো । আমরা একমাস দেখব। যদি কোনও ছোটখাটো সমস্যা না হয় তাহলে আমরা বাকি জেলাগুলিতেও সিস্টেম চালু করব। মালদাতে আমরা বেশ কিছু থানার একটা প্রপোজাল আছে আমাদের কাছে। পাশাপাশি পুলিশ জেলার একটা প্রপোজাল রাজ্য সরকারের কাছে গেছে । মালদাতে চারটি থানার নতুন করে প্রস্তাব গেছে।

advt 19

 

Previous articleজোট নাকি ঘোঁট! উপনির্বাচনে শান্তিপুরে প্রার্থী, বাকি তিন আসনে বামেদের সমর্থন কংগ্রেসের
Next articleলখিমপুরকাণ্ডের প্রতিবাদের জের, বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটি থেকে বাদ মানেকা, বরুণ