১৬ দিনের লম্বা ছুটি, পুজো মরসুমে খুশিতে সরকারি কর্মচারীরা

উৎসব মরসুমে এবার লম্বা ছুটি পেলেন রাজ্যের সরকারি কর্মচারীরা(government employee)। দুর্গাপুজো(Durga Puja) উপলক্ষে টানা ১৬ দিনের এই ছুটি মিলছে সরকারি কর্মীদের। শুক্রবার ৮ অক্টোবর অফিস ছুটি হয়ে যাচ্ছে সরকারি কর্মচারীদের। অফিস খুলবে একেবারে লক্ষ্মী পুজোর পর। পুজোর নির্দিষ্ট ছুটি শুরু হচ্ছে ১১ অক্টোবর থেকে এবং তা শেষ হবে ২২ অক্টোবর। শনি এবং রবিবার মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারিরা।

আরও পড়ুন:বিশ্বের উচ্চতম অট্টালিকা বুর্জ খলিফা ও ২০কোটির সোনার গহনায় মা থাকছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে

দিকে পুজো উপলক্ষে গতবারের মতোই করোনার কড়াকড়ি জারি থাকছে রাজ্যবাসীর জন্য। এবারও উদ্যোক্তাদের বিধি-নিষেধ মেনেই দুর্গাপুজোর (Durga Puja 2021) আয়োজন করতে হবে। সেই মর্মেই পুজোর নয়া নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। কোনরকম যানজট এবং নিরাপত্তা নিয়ে সতর্ক কলকাতা পুলিশ। কলকাতার গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে ট্র্যাফিক পুলিশের সঙ্গে ল অ্যান্ড অর্ডার ফোর্সকেও থাকতে বলা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের তরফে এবার প্রতিমা নিরঞ্জনের জন্য চারদিন বরাদ্দ করা হয়েছে। ১৫ অক্টোবর দশমী থেকে ১৮ অক্টোবর সোমবার পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে।

advt 19

 

Previous articleবিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করল তারকা প্রচারকের তালিকা, রয়েছে ৭ কেন্দ্রীয় মন্ত্রীর নাম
Next article‘আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা হয়নি?’ শীর্ষ আদালতে প্রশ্নের মুখে যোগী সরকার